রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
মেহেরপুর থেকে তৌহিদুল ইসলাম তুহিনঃ— বায়ান্নর ভাষা আন্দোলনের পধ ধরেই উনসত্তোরের গণ অভ্যত্থান অতপর মহান স্বাধীনতা পেয়েছি আমরা। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সংগ্রামের সুত্র বায়ান্ন ভাষা আন্দোলনের পথ পরিক্রমায়। তাই ভাষা সৈনীক সহ মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী সকল নাগরিকের মর্যদা অক্ষুন্ন রাখতে বর্তমান সরকার সর্বাত্বক ভাবে কাজ করছে। ফলে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি আমাদের অহংকারের গর্বের। সেই ভাষা আন্দোলনে অংশগ্রহণ কারী ভাষা সৈনিকদের আজ সম্বর্ধনা প্রদান করতে পেরে আমরা গর্বিত।
আরও পড়ুনঃ মেলান্দহে হাজরাবাড়ী পৌর যুবলীগের আর্থিক অনুদান প্রধান
শুক্রবার সন্ধ্যায় ড. শামসুজ্জোহা পার্কে মহান ভাষা আন্দোলনে নেতৃত্ব দানকারী ৫জন ভাষা সৈনিক কে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথাগুলো বলেন।
এ সময় মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইবরাহীম শাহীন সহ ৫ জন ভাষা সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষা সৈনকিদের ক্রেস্ট ও উত্তরিয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply