বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ ইউনুফ খানঃ— চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে দায়িত্ব প্রাপ্ত ব্যাটালিয়ন ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী পালন করেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে এই মাছের পোনা সমূহ অবমুক্ত করা হয়।
সোমবার দুপুর ১২টায় ব্যাটালিয়নের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মির্জা মাঝহারুল ইসলাম, সহকারী পরিচালক মো. আজিমুল হক, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আমিমুল এহসান, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তাসহ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্যাটালিয়নের পুকুরে রুই, কাতল এবং মৃগেল প্রজাতির ৭০ কেজি মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে বলে সোমবার রাত ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানানো হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply