বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ (নাচোল) থেকে মোঃ ইউসুফ খানঃ— চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিরল রোগে আক্রান্ত দরিদ্র পরিবারে সাড়ে তিন বছরের শিশু কন্যা তাসফিয়া জাহান মুনিরা। পিতা দিনমজুর মাসুদুজ্জামান মামুন, বাড়ি নাচোল বনবিভাগের পাশে গোডাউন পাড়া। শিশু তাসফিয়া জন্মের পর থেকেই তার সর্ব শরীর লম্বা লম্বা পশমে আবৃত। দিন যতই গড়াচ্ছে পশমগুলিও বাড়তে বাড়তে পশুর মতো দেখা যাচ্ছে । শিশু তাসফিয়ার শরীরের পিঠের ছোট্ট একটি টিউমার থেকে এটির উৎপত্তি বলে তাসফিয়ার মা তানজিলা খাতুন জানান। তবে তাসফিয়ার বয়স যখন ৬দিন তখন তার পরিবার তাসফিয়ার এ সমস্যাটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বিষয়টি অবহিত করলে চিকিৎসকরা একটি বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নেন যে, এটি একটি বিরল প্রকৃতির চর্ম রোগ বলে সনাক্ত করেন।
চিকিৎসকরা শিশু তাসফিয়ার বয়স ৩/৪ বছর বয়স হলে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়াছেন, তবে বর্তমানে সাড়ে তিন বছেরের তাসফিয়ার সমস্ত শরীর পশুর মত লোমে ভরে গেছে। এমনকি মুখের উপর, তালুতে কালসিটে দাগও ছড়িয়ে পড়েছে। শিশুটির মা তানজিলা খাতুন জনান, গরমের দিনে শিশুর শরীর থেকে আগুনের মত তাপ বের হতে থাকে। দিনে ২/৩ বার গোসল করাতে হয় তাকে। ভিজে কাপড় পড়িয়ে দিনরাত ফ্যানের নীচে রাখতে হয় এবং বিদ্যুৎ না থাকলে হাত পাখার বাতাশ করতে হয় তাকে। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় বর্তমানে হোমিও চিকিৎসা করাচ্ছেন বলে তার পরিবার জানান। তার পিতা স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সরকারি ভাবে এবং সমাজের বিত্তবানদের কাছ থেকে আর্থিক সহযোগীতা পেলে তিনি ভারতে গিয়ে চিকিৎসা করাবেন তাসফিয়ার।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply