মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জ (বিশ্বম্ভরপুর) থেকে আজিজুল ইসলামঃ— চালবন পয়েন্ট থেকে মথুরকান্দি-এর প্রধান রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তাটি নিয়ে চরম ভোগান্তির মধ্যে জিবন-যাপন করছে এলাকাবাসি।
মথুরকান্দি থেকে বাঘবেড় বাজারে আসার একমাত্র রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল। রাস্তাটির একটুকু অংশও ভাল নেই। এই রাস্তাটি মেরামত করা অত্যন্ত জরুরি।রতারগাঁও, আদাং মথুরকান্দি, ডলুরা, কুচগাঁও, চেংবিল, আস্তানা, কাপনা, গোলগাঁও দিঘলবাগ, রাঙ্গামাটিয়া গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই রাস্তাটি। অথচ এক বছর যাবৎ কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে মানুষের। রাস্তাটি দিয়ে যান চলাচল প্রায় বন্ধের মুখে। শুধু এলাকাবাসি নয়, চরম কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে হাজার হাজার শিক্ষার্থীর। কারণ সলুকাবাদের একমাত্র উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এই রাস্তাটির পাশে।যেখানে হাজার হাজার শিক্ষার্থীর জীবন গড়ে উঠে।কিন্তু শিক্ষার্থীরা নিয়মিত সময় মাফিক বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না এক মাত্র রাস্তাটির কারণে, ফলে লেখাপড়ার বেগাত ঘটছে। রাস্তাটির মধ্যে দুর্ঘটনা যেন প্রতিদিনের রুটিনে পরিনত হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি, যাতে এই রাস্তাটি অতি দ্রুত মেরামতের জন্য ব্যবস্তা করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply