বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট ও নেত্রকোনায় শেলাই ও ব্লক প্রিন্ট বিষয়ক ৫ দিনব্যাপী দুটিপ্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। কর্মশালা দুটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডি ক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। এতে বিনামূল্যে ৩০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
নেত্রকোনার সদর উপজেলার মদনপুরে কাটিং ও সুইং প্রশিক্ষণে ১৫ জন নারী অংশ গ্রহণ করেন। অন্যদিকে সিলেটের জৈন্তাপুরে ব্লক ডিজাইন ও প্রিন্ট কোর্সে ১৫ নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।
এদিকে ঢাকায় বিসিক কর্মকর্তাদের ‘লিডারশীপ ডেভলপমেন্ট’শীর্ষক এক প্রশিক্ষণ শেষ হয়েছে। উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের যৌথ আয়োজক বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। বৃহস্পতিবার বিকেলে স্কিটিতে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply