বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক কর্মকর্তাদের জন্য ‘কম্পিউটার স্কিল এন্ড স্প্রেডশীট এনালাইসিস উইথ মাইক্রোসফট এক্সেল’ এর উপর ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম। এটি যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।
আরও পড়ুনঃ উকি দিচ্ছে লিচুর মুকুল, দুলছে ফাগুনের মাতাল হাওয়ায়
এ প্রশিক্ষণে বিসিকের বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে বিসিকের কর্মকর্তাদের আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই কোর্সটির উদ্দেশ্য। এতে কর্মকর্তাদের কম্পিউটার স্কিল, স্প্রেডশীট ও মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো শেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।
আরও পড়ুনঃ দুই পা না থাকার পরেও স্বাবলম্বীতার অনন্য উদাহরণ শামীম
এর আগে আরো তিনটি ব্যাচে ৮৫ জন বিসিক কর্মকর্তাকে এ কম্পিউটার স্কিল প্রশিক্ষণ প্রদান করে বিসিক ও প্রিজম প্রকল্প। ১২ই মার্চ পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে। প্রশিক্ষণ শেষ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply