বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
বীরগঞ্জ (দিনাজপুর) থেকে হাসান জুয়েলঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উপর দিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে ঘর বাড়ী বিধ্বস্থ ও গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।
প্রায় আধঘন্টা ধরে কালবৈশাখী ঝড়ের তান্ডব পুরো উপজেলার উপর দিয়ে বয়ে যায়। এসময় বিদ্যুৎহীন হয়ে পড়ে এলাকা। ঝড় থামার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
সরজমিন গিয়ে দেখা যায়, ১০ নং মোহনপুর ইউনিয়নের ভুল্লীর হাটে ঝড়ে একটি গাছ পড়ে যায়, এসময় ঝাড়বাড়ী টু বীরগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওই ইউনিয়নের ২ং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাজেদুল ইসলাম বলেন,ঝড়ে রাস্তার গাছ টি পড়ে যায় এবং রাত থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমি লোকজন নিয়ে এসে রাস্তা থেকে গাছটি সরানো ব্যবস্থা করছি। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে গাছ পালা ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply