বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
বীরগঞ্জ (দিনাজপুর) থেকে হাসান জুয়েলঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ১৯ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ২ শত ৭১ টাকা ১২ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০২৩ইং) সকাল ১১টায় বীরগঞ্জ পৌরসভা হল রুমে প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৯ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা। এবং রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১১ লাখ ৯ হাজার ১ শত ৬৪ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ১৬ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।
প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, প্যালেন মেয়র আব্দুল্লা হাবিব মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আকতার, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোঃ ওয়াজেদ আলী, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল বারিক, শহর সমন্বয় কমিটির সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাইনউদ্দিন আহমেদ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত ঘোষ, বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল হক, পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ডের সাবেক বীরগঞ্জ এরিয়া পরিচালক মোঃ আইয়ুবুল ইসলাম মিন্টু, পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ মীর কাশেম লালু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অনিতা রায় প্রমুখ।
প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে পৌর সভার বর্তমান ও সাবেক কাউন্সিলর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply