বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধার পাশে দাঁড়ালেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন। বয়স প্রায় ৬০ বছর। চলতে–ফিরতে পারেন না। বয়সের ভারে ক্লান্ত, অসুস্থ। এই অবস্থায় কে বা কাহারা এই বৃদ্ধাকে রাস্তায় ফেলে যায়। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় নামক স্থানে।
সংবাদ পেয়ে ওই কর্মকর্তা বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। অসুস্থ ওই নারী এখন শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফাতেহ আকরাম দোলন জানান, দীর্ঘ সময় খাবার না খেয়ে বৃদ্ধা শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। রাতে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে বলেও জানান তিনি।
ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, এই করোনা কালীন সময়ে অনেক অমানবিক ঘটনার সাক্ষী হতে হচ্ছে পুলিশকে। অনেক ঘটনা এত অমানবিক ও নিষ্ঠুর মানুষ হিসেবে আমাদের লজ্জায় ফেলেছে। কঠিন এই পরিস্থিতিতে আমাদের আরো মানবিক হতে হবে। তা না হলে এই ধরনের অমানবিক ঘটনা ঘটতেই থাকবে। ইতিমধ্যে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার বিষয়টি অবগত হয়ে ওসি ইমাম হোসেনের প্রশংসা করে বৃদ্ধার সুচিকিৎসার জন্য নির্দেশ প্রদান করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply