বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— কোন ধরনের অনিয়ম, পকেট কমিটি বা অনুপ্রেবেশকারী নয়। দলের ত্যাগী ও পুরানো নেতা-কর্মিদের অগ্রাধিকার দিতে হবে। গুরুত্বপূর্ণ পদে তাদের স্থান দিয়ে তৃণমূলের শক্তিশালী সাংগঠনিক কমিটি গঠন করতে হবে। বরগুনার বেতাগীতে উপজেলা আওয়ামী লীগের কর্মীসমাবেশে এ নিদের্শনা দেওয়া হয়েছে। পকেট কমিটি গঠনসহ অধিকাংশ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে নানা অনিয়মের আশ্রয় নেওয়ায় জেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা এ নিদের্শনা দেন।
রবিবার স্থানীয় বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে পৌর, ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা আওয়ামী লীগের অংশগ্রহণে বিকাল ৫ টা থেকে রাত ১০ টায় পর্যন্ত ৫ ঘন্টা ব্যাপি এ কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ শার্শায় উপজেলা অডিটোরিয়ামে সম্প্রীতি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠিত
বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোতালেব মৃধা, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিন মন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী যুব লীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply