বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে করোনায় এক জনের মৃত্যু হয়েছে। দাফনকাজ স্বজনরা দূরে দূরে, এগিয়ে এলেন অলি আহমেদ।
জানা গেছে, রবিবার (২৬ জুলাই) সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যু হয়েছে, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের হাট মোকামিয়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল গনির ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন পনু(৬৫)।
মোঃ জাহাঙ্গীর হোসেন পনু, বাংলাদেশ রোডস এন্ড হাইওয়ে ভেরি বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বরিশাল শেবাচিমে ১২ জুলাই নমুনা প্রদান করে, ১৩ জুলাই করোনা পজেটিভ আসে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। মৃত্যুকালে তার স্ত্রী, ২ কন্যা ও এক পুত্র রেখে যান।
আছরবাদ যুব রেডক্রিসেন্ট সোসাইটি বেতাগী উপজেলা ইউনিটের দলনেতা অলি আহম্মেদ এর নেতৃত্বে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
মোঃ জাহাঙ্গীর হোসেন পনুর অসংখ্যক গুনাগ্রহি থাকলে করোনার ভয়ে শুনে কেউ কাছে আসেনি। এমন সংবাদ পেয়ে ছুটে গেলেন মানবাতার পাগল অলি আহমেদ ও তার টিম। ডান হাতে ব্যান্ডিস, গলায় হাত বেধে এক হাত দিয়ে মৃত্য ব্যক্তির গোলস ও দাফনকাজ সম্পন্ন করেছে টিমের সদস্যদের সাথে অলি আহমেদ।
টিমের সদস্যরা হলেন, হাফেজ মোঃ সালাউদ্দিন, মোঃ সজিবুর রহমান, মোঃ শাহ আলম, মোঃ আল আমীন, মোঃ হোসেন ও ভিডিপি দলনেতা সুকদেব হাওলাদার।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply