বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে আলি আহম্মেদঃ— প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের সারাদেশের ন্যায় বরগুনার বেতাগীতেও বিভিন্ন প্রচারণা ও সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হলেও মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েছে। সচেতনতার অভাবে ছড়িয়ে পড়ছে গুজব । মানুষজনের মধ্যে কাজ করছে উৎকণ্ঠা। ফলে করোনা ভাইরাসের মারাত্মক ঝুঁকিতে রয়েছে এ উপকুলীয় মানুষ ।
করোনা ভাইরাস ছডেিয় পড়াকে কেন্দ্র করে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হলেও জনসমাগম থামানো যাচ্ছে না। হাটে বাঁজারে দেদারছে ঘুরে বেড়াচ্ছে মানুষ। এমনকি বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে হিমসিম খাচ্ছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। খোদস্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সুরক্ষায়ও নেই কোন ব্যবস্থা।
এদিকে নোভেল করোনা ভাইরাস আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ায় উপজেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ, আইসলেশন ওয়ার্ড তৈরি, গুজব স¤র্পকে বিরত থাকতে সতর্কতা, হ্যান্ড সেনিটাইজার, স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ প্রদান, হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের সার্বক্ষণিক ফলোআপসহ নানা সতর্কতা মুলক পদক্ষপ গ্রহন করা হয়েছে। তারপরেও এখনও অনেক মানুষের মাঝে তেমন কোন সম্পর্কে কোন ধারনা নেই।
কেওড়াবুনিয়া গ্রামের সাহেব আলী সিকদার বলেন, আমি গ্রাম গঞ্জের মানুষ । শুনছি নতুন ভাইরাস আইছে শহরে, আমি বুড়া মানুষ যা করার আল্লাহই করবে। উপজেলার ঝোপখালী গ্রামের দিনমজুর মোতালেব (৪৫) জানান, আমি কাজ বাজ করে খাই। কি রোগ তাতো কারও কাছে হুনি নাই। ওয়াতে আমার দরকার নাই। আমি আছি পেটের ধান্ধায়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তেং মং বলেন, ‘এখন পর্যন্ত এখানে কারোর মধ্যে করোনা ভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি। তবে তেমনটা দেখা গেলে রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর প্রস্ততি নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে আলাদা করে রাখার জন্য স্বাস্থ্যকেন্দ্র ও বাইরে শয্যা প্রস্তত করা হয়েছে। তাছাড়া হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তারা ভালো আছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব আহসান বলেন, করোনা প্রতিরোধে মানুষের সচেতনতা তৈরিতে লিফলেট ও মুখোশ বিতরণ সহ নানা সতর্কতা মুলক পদক্ষপ নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply