মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বরগুনার বেতাগীতে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে গ্রামের মানুষকে সচেতন করতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মাইকিং ও লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল থেকে উপজেলার বেতাগী সদর, বিবিচিনি, হোসনাবাদ, মোকামিয়া ইউনিয়নের গ্রাম মহল্লা ও বেতাগী পৌরশহরের অলি-গলিতে মহামারি কেভিড-১৯ করোনাভাইরাস সচেতনতার মাইকিং ও লিফলেট বিতরণ করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা জেলা ইউনিটে সহায়তায় বেতাগী উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট এ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
এতে বেতাগী উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা অলি আহমেদের নেতৃত্ব জেলা ইউনিটের উপ-যুব প্রধান মোঃ সোহেল মাহমুদ, বেতাগী ইউনিটে সহ-দলনেতা মোঃ মারুফ সিকদার, তারিন আক্তার, স্বাস্থ্য বিভাগের প্রধান মোঃ সালাউদ্দিন বাপ্পি, জনসংযোগ বিভাগের উপ-প্রধান মেহেদী হাসান রাজিব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের প্রধান মারুফা আক্তার ও সদস্য সুকদেব হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply