বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
বেতাগী থেকে অলি আহম্মেদঃ— বরগুনার বেতাগীতে ন্যায্যমূল্যে তেল চিনি ডাল নিয়ে মানুষের দ্বারে দ্বারে টিসিবির ডিলার সেলিম খান।
মহামারি করোনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবির অনুমোদিত বিক্রয় প্রতিনিধি ন্যায্যমূল্যে সেবা দিতে ছুটেঁ বেরাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপটেন ও উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম খান। তার নির্দিষ্ট স্থান ছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৮০ টাকা প্রতি লিটার দরে তেল, ৫০ টাকা কেজি দরে চিনি ও মুশরি ডাল বিক্রীত করেন।
আরও পড়ুনঃ ‘আল্লাহ’কে বেশি বেশি স্বরণ করুণ এবং ক্ষমা চান-এমপি রিমন
তিনি বিগত পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধির সময় সরকারের দেয়া নির্ধারিত মূল্যে সেবা দিয়ে প্রশাসন ও সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন। ক্যাপটেন সেলিম খান বলেন, দীর্ঘ দিন বাংলাদেশ সেরাবাহিনীতে থেকে দেশের সেবা করছি। এখন যতদিন বেচেঁ আছি এভাবে মানুষকে সেবা করে মরতে চাই।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply