বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহমেদঃ— বরগুনার বেতাগীতে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় আক্তার মোর্শ্বেদ কৃষি প্রযুক্তি ইনিস্টিটিউটের অধ্যক্ষ ফনী ভূষন সিংহ আহত হয়েছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্স ভর্তি হয়। এ বিষয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কুমড়াখালী বাজার থেকে বাসায় ফিরছিল। এসময় বাজার সংলগ্ন সুইজগেট এলাকায় পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষ মোঃ জসিম, মেখর কুমাড় সিংহ, শুভ রায়, মিল্টন সরকার, শুভ রায় ও স্বদেশ কুমাড় রায় সুব্রত তার উপড় হামলা করে লাঠী ও জিআইপাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
আরও পড়ুনঃ বেতাগীতে সাংবাদিক নেতা মিজানুর রহমান মজনুকে সংবর্ধনা
এতে তার ডানহাতের কবজী ও দুইপা জখম হয়। ডাক চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায় এবং তাকে ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফনী ভূষন সিংহের পূর্ব কর্মস্থল কুমড়াখালী শষী ভূষন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে স্কুলের কমিটি গঠন নিয়ে তার সাথে শত্রুতার সৃস্টি হয়। এর জেরধরে এ হামলা করা হয় বলে স্থানীয়রা জানায়।
ইতোপূর্বে প্রতিপক্ষ স্বদেশ কুমাড় রায় সুব্রত গত ৩ এপ্রিল ০১৭২৯৩৪৮৩৯৪ নম্বরে মুঠো ফোনে তাকে হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়াসহ নানা ভাবে হুমকী দিয়ে আসছিল। এ ঘটনায় বেতাগী থানায় একটি জিডি করা হয়েছে ( নং-১৬২,তারিখ:০৪-০৪-২০১৯ ইংরেজি)।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান মিয়া জানান, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply