বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বেতাগীতে প্রশাসনের তৎপরতায় বাল্যবিবাহ পন্ড হয়েছে। উপজেলার পুটিয়াখালী সরকারী আবাসনে মোঃ খোকন ফকিরের মেয়ে আখি আক্তার (১৫) কে বিয়ে দেয়ার আয়োজন করে পরিবার পুটিয়াখালী গ্রামের বাসিন্দা মোঃ জহিরুল সিকদারের ছেলে মোঃ রাসেল সিকদারের সাথে ।
আরও পড়ুনঃ শ্বশুর বাড়ি ফিরতে পেরে খুশি সুমাইয়া
গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাত সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব আহসানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই বিয়ে বন্ধ করে বর পক্ষ ও কাজী পালিয়ে যায়। কনের পরিবার বিয়ের কথা অস্বীকার করলেও ঘরে পাওয়া যায় বিয়ের আলামত। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে কনের নকল জন্ম সনদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, উপজেলা শিক্ষা একাডেমী সুপারভাইজার মাসুদুর রহমান, বেতাগী থানার এ এস আই মোঃ সবুজ, বেতাগী প্রেসক্লাব সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী, দপ্তর সম্পাদক অলি আহমেদ, যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান ও আনসার ভিডিপি দলনেতা সুকদেব হাওলাদার।
আরও পড়ুনঃ বেতাগীতে এক যুগ পর স্নাতক পর্যায় কেন্দ্র স্থাপন হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব আহসান বলেন, পূর্ণ বয়স হওয়ার আগে যাতে মেয়ের বিযয় না দেয়া হয় এই মর্মে মেয়ের মা মুচলেকা দিয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply