বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহমেদঃ— জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বরগুনার বেতাগীতে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানমালা উদযাপন হয়। সকলে স্বতঃস্ফূতভাবে বর্ণিল সাজে আনন্দ শোভাযাত্রায় মুখরিত হয়ে পুরো পৌর শহর।
আরও পড়ুনঃ পাকশী হাইওয়ে সড়কে ড্রাইভারদের মাদক সেবন টেস্ট
শনিবার (১১ জানুয়ারি, ২০২০) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে প্রধান অতিথি বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি পৌরশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।
এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব আহসান, পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির , বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আমিন, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, যুবলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম. উপজেলা ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন’সহ , বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া’র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১১টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবুন্ধু’র জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী এবং র্যালি পরবর্তী বঙ্গবন্ধু’র উন্নয়ন ও দর্শণ শীর্ষক আলোচনা সভার উদ্ভোধন করেন পৌরসভা’র মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply