বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বরগুনার বেতাগীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ‘২০১৯ উপলক্ষে বিষখালী নদীতে অভিযান ও মোবাইলকোর্ট পরিচালনা করে জাল ও নৌকা জব্ধ এবং জরিমানা করা হয়েছে।
জানা গেছে, অভিযান ও মোবাইলকোটে মোঃ ফোরকান আকন নামে ১ জন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা, ৬ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪০ হাজার মিটার জব্ধ করা জাল পোড়ানো ও ৫টি নৌকা জব্ধ করা হয়েছে ।
আরো পড়ুনঃ– বেতাগীতে সিআইপিআরবি‘র সামাজিক ময়নাতদন্ত পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ভূমিকা রাখছে
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে ৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর (সোমবার) পর্যন্ত নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসানের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান , ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজীব, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মালেক, বেতাগী থানার এসআই মো: সিদ্দিকুর রহমান ও উপজেলা মৎসজীবী সমিতির সভাপতি আব্দুর রবসহ অন্যান্যরা। শেষে জব্ধ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply