বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বরগুনার বেতাগীতে উপজেলা মৎস্য বিভাগের সম্মিলিত বিশেষ অভিযানে ৭০ লক্ষ টাকা মূল্যের সাড়ে তিন লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে। শনিবার দুপুর পর্যন্ত বিষখালী নদীর বিবিচিনি ইউনিয়নের ফুলতলা, বেতাগী, ঝোপখালী, বদনীখালী, বুড়ামজুমদার, কালিকাবাড়ি ও সড়িষামুড়ি এলাকায় এ অভিযান চালিয়ে অবৈধ তিন লক্ষ পঁচিশ হাজার মিটার কারেন্ট জাল, পনের হাজার মিটার চরগড়া জাল ও দশ হাজার মিটার কাঁচকি জাল আটক করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মুখে ভ্রাম্যমান আদালেেতর উপস্থিতিতে জালগুলো পোড়ানো হয়।
আরও পড়ুনঃ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২৭তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব আহসানের এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব, বেতাগী থানা পুলিশ, উপজেলা আনসার ভিডিপি। উপজেলা মৎস্য বিভাগ জানায়, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে এ ‘সম্মিলিত বিশেষ অভিযান’ অব্যাহত থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply