বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) থেকে অলি আহম্মেদঃ— বেতাগীতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ ( সিআইপিআরবি)‘র আয়োজনে ভাসা প্রকল্পের উপজেলা পর্যায়ে বার্ষিক সাঁতার প্রতিযোগীতা, আঁচল শিশুদের আনন্দ অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম।
আরও পড়ুনঃ সরকারের অতিরিক্ত সচিব বেতাগীর কৃতিসন্তান শ্যামল চন্দ্র কর্মকার
শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকল্পের আঞ্চলিক সন্বয়কারী মোঃ মোতাহের হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তারা. তেনমং, বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া, ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন, নজরুল ইসলাম, মাহবুব আলম সুজন,উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার মোঃ শহীদুর রহমান। এর আগে উপজেলার ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত ৬ থেকে ১১ বছর বয়েসী সাঁতার শেখানো ৪৮ জন শিশুদের নিয়ে উপজেলা পরিষদ পুকুরে বার্ষিক সাঁতার প্রতিযোগীতা এবং ৪০ জন আঁচল শিশু আনন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, আঁচলমা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শিশুসহ বিভিন্ন পেশার জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply