বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) থেকে অলি আহম্মেদঃ বরগুনার বেতাগীতে হাসপাতালের স্বাস্থ্যসেবার মানন্নোয়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা নাগরিক কমিটির ব্যানারে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরগুনা জেলাা প্রশাসকের নিকট এ দাবি নামা পেশ এবং উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার সাথে মতবিনিময় করা হয়।
এ সময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ নানা সীমাবদ্ধতার মাঝেও মানুষের মৌলিক অধিকার চিকিৎসা নিশ্চিত করতে বেতাগী হাসপাতালের স্বাস্থ্যসেবার মানন্নোয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
মতবিনিময় কালে সাবেক এমপি অধ্যক্ষ হুমায়ূন কবির হিরু, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: তেন মং, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবীন্দ্র নাথ সরকার, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, সংগঠনের সাবেক সভাপতি মোঃ ফারুক বিশ্বাস, প্রভাষক মোঃ মেজবাহ উদ্দিন সগীর, শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জলিলুর রহমান মল্লিক, আব্দুল ওয়াজেদ হাওলাদার, মজিবুর রহমান বাবুল ও রুহুল আমিন পান্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, করোনা প্রাদুর্ভাবে অবনতি হয় বেতাগী সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা। জরুরি বিভাগের অবস্থা আরও করুন। দীর্ঘদিন ধরে বন্ধ এক্সরে মেশিন, জনবল ও পর্যাপ্ত রি-এজেন্ট সংকটে গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে প্যাথলজী বিভাগে ব্লাড এবং রক্ত পরীক্ষা বন্ধ থাকার পর পরীক্ষা শুরু করা হলেও তা আশানুরুপ নয়। বিকল রয়েছে রক্তের বায়ো ক্যামিক্যাল পরীক্ষার আটো এনালাইজার মেশিন এবং যে রি-এজেন্ট সরবরাহ করা হয়েছে তাও চাহিদাপত্রানুযায়ী পর্যাপ্ত নয়। রয়েছে প্রয়োজনীয় ওষুধের সংকট। ফলে রোগীদের চরম ভোগান্তি এবং বাড়তি সময় ও অর্থ অপচয় হচ্ছে।
চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী সবাই জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে আসলেও ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে ১৬৬ টি মঞ্জুরীকৃত পদের মধ্যে বর্তমানে ৫১ জনের পদ দীর্ঘদিন যাবত শূণ্য রয়েছে। বিশেষ করে প্যাথলজী বিভাগে মেডিকেল টেকনোলোজিষ্টের ৩টি পদের মধ্যে বর্তমানে মাত্র ১ জন কর্মরত। রোগীদের মাঝে যে খাবার পরিবেশন করা হয় তার মানও খারাপ। এ সব কারনে গুরুতর অসুস্থ্য ছাড়া মানুষ সহজে হাসপাতাল মুখী হচ্ছেনা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার মানন্নোয়নের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা ফেরানো জরুরি হয়ে পড়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply