বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— শ্রী শ্রীমৎ স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের স্মরনে ৪৩ তম শূভ মাঘী পূর্ণিমা উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলা অবধূত সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপি (৮-১২ ফ্রেরুয়ারি) গুরুনাম সংকীর্ত্তন মহাযজ্ঞনুষ্ঠান ও মহোৎসব গতকাল শনিবার (৮ ফ্রেরুয়ারি) সকাল থেকে বেতাগী অবধূত আশ্রমে শুরু হয়েছে।
সকালে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ, অবধূত আশ্রমে মাতৃপূজা ও দুপুরে একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী শেখরানন্দ মহারাজ।
আরও পড়ুনঃ বাংলাদেশকে আমরা একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলব– কৃষিমন্ত্রী
৫ দিনব্যাপি এ মহাযজ্ঞনুষ্ঠানে গুরুনাম সুধা পরিবেশন করবেন নরোত্তম সম্প্রদায়, অদ্বৈত সম্প্রদায় (বাগের হাট), কানু গোপল সম্প্রদায় (পটুয়াখালী), বেনীমাধব সম্প্রদায় (গোপলগঞ্জ), দেবনারায়ন সম্প্রদায় নড়াইল ও পার্থ সারথী সম্প্রদায় (খুলনা)। আয়োজক কমিটি জানায়, মহা প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এ মহাযজ্ঞনুষ্ঠান সম্পন্ন এবং বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply