বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন নতুন ডাক্তার যোগদান করেছেন। এর ফলে উপজেলাবাসী পাবেন দীর্ঘদিনের বঞ্চিত স্বাস্থ্য সেবা। আশা করা হচ্ছে এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ ইবিতে শীতকালীন ছুটি শুরু ২৩ ডিসেম্বর
১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত দেড় লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত এ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত চিকিৎসকের স্বল্পতার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছিল। কম সংখ্যক ডাক্তার থাকার ফলে ডাক্তারদের রোগী দেখতে গিয়ে চরম হিমশিম খেতে হয়েছে প্রতিনিয়ত। এরই মধ্যে সম্প্রতি ৩৯তম (বিশেষ) বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ নবাগত ১০ জন ডাক্তার বিভিন্ন বিভাগে যোগদান করায় স্বাস্থ্যসেবা আরোও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় জনগণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য বিভাগে উত্তীর্ণ যোগদানকৃত ডাক্তাররা হলেন, ডাঃ মুহাম্মদ রকিবুল রহমান, ডাঃ নিলয় কুন্ড, ডাঃ শাহনাজ রশীদ, ডাঃ ইয়ামিন মোঃ নাবিল, ডাঃ সানি আমির, ডাঃ মুনতাসির খান, ডাঃ আবুল কাশেম, ডাঃ ফরহাদ হোসেন, ডঃ সুরভী আক্তার, ডাঃ মোহাম্মদ সাখাওয়াত হোসেইন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস জানান, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৮ জন চিকিৎসকের পোষ্ট থাকলেও দীর্ঘদিন যাবত ০২ জন চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিলেন। এখন নতুন ১০ জন চিকিৎসক যোগদান করায় ১২ জন চিকিৎসক দিয়ে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিতে আরোও সহজ ও বেগবান হবে।
নতুন যোগদানকারী চিকিৎসা ডাঃ ফরহাদ হোসেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করতে পেরে খুশি। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তেং মং জানান, গত ১২ ডিসেম্বর বেতাগী উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করা ১০ জন নতুন ডাক্তারের মধ্যে ০৯ মেডিকেল অফিসার ও ০১ জন ডেন্টাল সার্জন। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন ডাক্তার কর্মরত রয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply