বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) থেকে অলি আহম্মেদঃ বরগুনা বেতাগী পৌরসভায় জেলে নিবন্ধন হাল নাগাদ কার্যক্রম-২০২০ উম্মুক্তভাবে বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর ১১ টায় বেতাগী পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পৌর এলাকার জেলেদের উম্মুক্তভাবে বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে কমিটির সভপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহামুদা খানম, কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের সঞ্চালনায় এ সময় উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, পৌর সভার প্যানেল মেয়র বরুন কর্মকার ও হাদীসুর রহমান পান্নাসহ স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ জুন থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জেলে নিবন্ধন ফরম বিতরণ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply