বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
যশোর (বেনাপোল) থেকে মোঃ রাসেল ইসলামঃ— যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩০ কেজি দেশি ইলিশ মাছসহ দুই চোরাচালানীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতাররা হলেন, আরফিন (১৯) ও বিল্লাল হোসেন (২২)।
রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরফিন পুটখালী গ্রামের আনার আলীর ছেলে ও বিল্লাল একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এইচ এম আব্দুল লতিফের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বাজারের পাশে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ইলিশ মাছ ভারতে পাচারের প্রস্তুুতি নিচ্ছিলেন তারা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply