মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
ঈশ্বরদী (পাবনা) থেকে তুহিন হোসেনঃ পাবনা জেলার ঈশ্বরদীতে আজ শনিবার (৯ই জানুয়ারি) বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ ঘটিকায় সময় চরমিরকামারী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধো আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ঈশ্বরদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আতিয়া ফেরদৌস কাকলী মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ঈশ্বরদী। এছাড়াও উপস্থিত ছিলেন, হামিদুল হক সাধারন সম্পাদক ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ছলিমপুর ইউনিয়ন শাখা, মুরাদ আলী মালিথা আহবায়ক কৃষক লীগ ঈশ্বরদী উপজেলা, চরমিরকামারী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবুল কালাম সরদার সাবেক সভাপতি, হাসানুজ্জামান সভাপতি, ভাষা শহীদ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুক্তার হোসেন সহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী গণ। এছাড়াও শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভাই সভাপতিত্ব করেন আলহাজ্ব নূরুল ইসলাম খন্দকার সাবেক প্রধান শিক্ষক, আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক চরমিরকামারী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল আহমেদ, আব্দুল বারী, আজিজুর রহমান খান।
শিক্ষকদের বক্তব্যে বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন নিয়ে সকল সমস্যার সমাধান করার দাবি জানান। আলোচনা শেষে জাতীর সমৃদ্ধি কামনা, জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও যে সকল শিক্ষকরা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নূরুল ইসলাম খন্দকার সাবেক প্রধান শিক্ষক, আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply