বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ, সম্মান দুই মেলে” এই শ্লোগান নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনা শীর্ষক এক সেমিনার পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ জলঢাকায় ঐতিহ্যেবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
১২ জানুয়ারী রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ এর আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অর্থায়নে ও তত্বাবধায়নে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। সেমিনারে মূল বিষয় নিয়ে পাওয়ার পয়েন্টে মাধ্যমে উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপ-প্রধান শেখ মোঃ শরিফ উদ্দিন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক এম ডি কাউয়ুম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার। উক্ত সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply