মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আজ শনিবার (৬ জুলাই ২০২৪ইং) আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাভার উপজেলার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের কন্ডা থেকে সুবন্ধীর রাস্তায় ১০০০ ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ এর মাননীয় সাংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাভার-আশুলিয়া এলাকাকে আমরা আওয়ামী লীগ, কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনকে সাথে নিয়ে বৃক্ষরোপণ করে সবুজ নগরীতে পরিণত করবো। সেই সাথে বৃক্ষনিধনকারী দেশ বিরোধী বিএনপি জামাত চক্রকে এই দেশ থেকে চিরতরে বিতাড়িত করবো।
বৃক্ষরোপণ পরবর্তী আলোচনা সভার উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বৈশ্বিক জলবায়ুর প্রভাব থেকে রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই, সেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালেই গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি ১৯৭২ সাল থেকেই নিজে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করেছিলেন। পিতার আদর্শ ধারণ করে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগকে সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে বৃক্ষরোপণ উৎসবে পরিণত করেছেন। তাই আসুন আমরা আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এ ৩ মাস মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাছ লাগিয়ে বৃক্ষরোপণ উৎসব পালন করি।
এদিকে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি নূরে আলম সিদ্দিকী হক বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং মিল কারখানার বর্জ্য নিশকাসনের ফলে আজ সারা বিশ্বের তাপমাত্রা যে পরিমাণ বেড়েছে তার জন্য এই পৃথিবীকে বাঁচাতে বৃক্ষ রোপণ অত্যন্ত জরুরী, না হলে খুব অদূরেই আমাদের বড় রকম প্রতিদান দিতে হবে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫২ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি।
ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহবায়ক মোঃ মোহসিন করিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম মাকসুদ, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডা. হাবিবুর রহমান মোল্লা সহ কেন্দ্রীয় এবং ঢাকা জেলা উত্তর কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply