বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
চলনবিল থেকে রাজিবুল করিম রোমিওঃ— বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন চলনবিল অঞ্চলের কৃষকরা। তবে কৃষি শ্রমিক সংকটের কারণে শংকিত কৃষক। কৃষি বিভাগের কর্মীরা বোরো আবাদে চাষীদের নানাভাবে পরামর্শ ও সহযোগিতা করছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, শীতের কারণে বোরো আবাদ কিছুটা বিলম্ব হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ল্যমাত্রার চেয়ে বেশী জমিতে আবাদ হবে। চলনবিল অঞ্চলে এবার প্রায় ৯০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোল্ড ইনজুরির কারণে বীজতলা নষ্ট হওয়ায় বোরো চারার সংকট দেখা দেওয়ার আশংকা করছেন চাষীরা যদিও কৃষি বিভাগ বলছে, চারার কোন সংকট হবে না। সুতা টেনে চারা রোপনের কৌশল শিখিয়ে দিচ্ছেন।
চলনবিল অঞ্চলে এখন বোরো ধানের চারা তোলা, পানি সেচ দেওয়া, জমি তৈরি আর চারা রোপনের হিড়িক লেগেছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত কৃষক। সকাল ও দুপুরের খাবার মাঠে খাওয়া হচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply