বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
রাবি (রাজশাহী বিশ্ববিদ্যালয়) থেকে উজ্জ্বল হোসেনঃ— ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সন্ত্রাস ও নিপীড়ন বিরোধী ঐক্য’র ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, ‘আমাদের এই রাষ্ট্রের সৃষ্টি মুক্তিযুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধ আমাদের একান্ত প্রিয়, আমাদের ভালোবাসার জায়গা৷ কেউ যদি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধকে ভালোবাসে তাহলে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে কেউ ব্যবসা করতে পারে না, সেই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে কেউ আরেকজনের অধিকার হরণ করতে পারে না, সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কাউকে আঘাত করতে পারে না। কোন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন আপনারা? এই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার দায় একদিন আপনাদেরকে নিতে হবে।’
নকিব আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে একজন শিক্ষার্থীদের জন্য নিরাপদতম জায়গা হওয়া উচিত তার নিজের বিশ্ববিদ্যালয় অঙ্গন। বিশ্ববিদ্যালয় অঙ্গনে একজন শিক্ষার্থী তার চিন্তা, তার কথা বলার স্বাধীনতা, তার দৈহিক ও সম্মানের সম্পূর্ণ নিরাপত্তার দাবি রাখে। ডাকসুর ভিপি হোক অথবা প্রথম বর্ষে অধ্যয়নরত কোনো সাধারণ শিক্ষার্থীই হোক না কেন, এই নিরাপত্তা শিক্ষার্থীরা যখন না পায় তখন সেটি আর বিশ্ববিদ্যালয় থাকে না।’
এর আগে রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে সংহতি প্রকাশ করেন আরবী বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্র ফেডারেশন রাবি শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর, মাহমুদ সাকি, মাজহারুল ইসলাম, রিদম শাহরিয়ার প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply