মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের ভৈরবে ৯ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী দুই নারীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। আটকৃতরা হল নরসিংদী রায়পুরা উপজেলা গকুলনগর গ্রামের মৃত রইছ উদ্দিনের স্ত্রী শিরিনা বেগম (৪০) ও মৃত মফিজ উদ্দিনের স্ত্রী আওশী বেগম (৫৮)।
বুধবার রাত ভৈরব বাজার নৌঘাট এলাকা থেকে উল্লেখিত দুই নারীকে আটক করা হয়েছে বলে জানায় র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ জোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে ভৈরব বাজার নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে শিরিনা বেগম ও আওশী বেগমকে তাদের নিজ হেফাজতে রাখা ৯ কেজি গাঁজা উদ্ধার সহ আটক করা হয়েছে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply