বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
ঝালকাঠি (রাজাপুর) থেকে মোঃ সাইদুল ইসলামঃ— শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় “মহাত্মা গান্ধী শান্তি পুরুস্কার-২০১৯” পেলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার শ্রীমন্তকাঠী এম.এল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবিকা মোসাঃ বিউটি সিকদার। শুক্রবার (৪অক্টোবর) বিকেলে ঢাকার শাহ্বাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে সীমান্ত কালচার ফাউন্ডেশন’র আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরুস্কার তুলে দেন।
আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী এ্যাড. এম এ হালিম মন্টু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইওনিয়ার ডেন্টাল কলেজের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোহাম্মদ আশরাফ হোসেন, বিশিষ্ট গীতিকার ও সুরকার কবি এম আর মঞ্জু, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী এ্যাড. আলহাজ্ব ড. মোঃ আব্দুর রহিম, ব্রেন এন্ড লাইফ হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ফখরুল হোসেন, আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু, লায়ন জেবিন সুলতানা কান্তা।
উল্লেখ্য বিউটি সিকদার উপজেলার বামনকাঠি গ্রামের মৃত.শহিদুল্লাহ ফরাজীর কন্যা ও কানুনিয়া এলাকার ইতালি প্রবাসী উজ্জল সিকদার এর স্ত্রী।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply