বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
রাবি (রাজশাহী বিশ্ববিদ্যালয়) থেকে উজ্জ্বল হোসেনঃ— মহান বিজয় দিবস উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজয় দিবসের কর্মসূচিতে রয়েছে, রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পুস্পস্তবক অর্পণ, সকাল ৭টায় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি ও হল প্রশাসনের প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সকাল সাড়ে সাতটায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুস্পস্তবক অর্পণ, সকাল পৌনে নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল মাঠে খেলাধুলা ও রচনা প্রতিযোগিতা, সকাল সাড়ে নয়টায় শেখ রাসেল মডেল স্কুল মাঠে আনন্দ মেলা ও রচনা প্রতিযোগিতা, সকাল ১০টায় সাবাস বাংলাদেশ চত্বরে মার্চ পাষ্ট। এতে অভিবাদন গ্রহণ করবেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
আরও পড়ুনঃ লোহাগাড়া প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সকাল সাড়ে দশটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার সমিতি, সহায়ক ও সাধারণ কর্মচারীর সমিতির নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা, সকাল পৌনে এগারোটায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন প্রাঙ্গণে চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এবং পুরস্কার বিতরণ করবেন উপাচার্য পত্নী মনোয়ারা সোবহান। বেলা ১১টা থেকে সাড়ে চারটা পর্যন্ত শেখ কামাল স্টেডিয়ামে খেলাধুলা।
কর্মসূচিতে আরো রয়েছে, বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল, সন্ধ্যা সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা।
সন্ধ্যা সাড়ে ছয়টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply