বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ— ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস বাঙ্গালী জাতীর ইতিহাসে ২৬শে মার্চ গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালিত হয়ে আসে । ১৯৭১ সালে ২৬শে মার্চ বাংলাদেশ পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে পরিচয় দিয়েছিল । ২৬শে মার্চ দিনটি আমাদের নিকট অত্যান্ত আনন্দ ও গৌরবের । কারণ ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করা হয় ।
করোনা ভাইরাসের কারণে এ বছর স্বাধীনতা দিবসটিও কাটাতে হচ্ছে দূর্যোগের মধ্যে দিয়ে । করোনা ভাইরাসের কারণে বিশ্ব ব্যাপী বেশ কিছু মানুষ মৃত্যু বরণ করেছে এবং বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে । আমাদের বাংলাদেশেও এই করোনা ভাইরাস রোগটি হানা দিয়েছে । সংগত কারণে আমরা বাংলাদেশের মানুষ চিন্তার মধ্যে দিন কাইতেছি । যার কারণে সরকার কর্তৃক এবারের স্বাধীনতা দিবসটির সকল অনুষ্ঠান সীমিত করা হয়েছে ।
আরও পড়ুনঃ বেতাগীতে করোনা সচেতনতায় গ্রামে গ্রামে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মাইকিং ও লিফলেট বিরতণ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সীমিত পরিসরে BVC বাংলা টেলিভিশন পরিবার এর পক্ষ হতে আশুলিয়ার ডেন্ডাবর (পল্লীবিদ্যুৎ) এলাকায় সাধারণ মানুষ ও আশুলিযা থানার কিছু পুলিশ সদস্যদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধের লিফলেট, মাক্স, হাতের গ্লাভস বিতরণ করা হয় । এই সময়ে উপস্থিত জনতার উদ্দেশ্য বলা হয় ভয় নয়, সর্তক হোন, সচেতন থাকুন, নিজে নিরাপদ থাকুন ও অপরকে ভাল থাকতে সচেতন হউন । করোনা ভাইরাস হতে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে সরকারের দেওয়া নির্দেশন মানতে হবে । তাহলে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব ।
আরও পড়ুনঃ রাঙ্গুনিয়ায় সাপ্তাহিক হাট-বাজার বন্ধের নির্দেশ
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সচেতনতামূলক লিফলেট, মাক্স, হাতের গ্লাভস বিতরণ করেন BVC বাংলা টেলিভিশন এর পরিচালক ইঞ্জিনিয়ার মো: আলমগীর হোসেন, উপস্থিত ছিলেন মোঃ বেলায়েত হোসেন মেহেদী সহ-সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন সাভার উপজেলা এবং অনলাইন নিউজ পোর্টাল আজকের দিগন্ত ডট কম এর (বিশেষ প্রতিনিধি) মোঃ রাকিবুল হাসান । এই সময়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল ইসলামের নেতৃত্বে পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ড হতে নবীনগর এলাকায় অবস্থানরত জনসাধারণকে ছত্রভঙ্গ করে দেন ও জীবাণুনাশক পানি স্প্রে করা হয় ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply