বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে আব্দুস সোবহানঃ— উত্তরাঞ্চলের একমাত্র ভারী শিল্প গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে রংপুর চিনিকল ৬৩ কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়ে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৯-২০ অর্থ বছরের আখ মাড়াই এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুনঃ জাহাঙ্গীর আলম বরগুনা জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় চিনিকল চত্তরে চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং উদ্বোধন করেন, ৩২-গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ আলহাজ্ব প্রকৌশলী মোঃ মানোয়ার হোসেন চৌধুরী।
আরও পড়ুনঃ বেনাপোলে ৫টি খাবার হোটেলের মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার,উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, থানা অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রী) কলেজের সহকারী প্রভাষক আবু তাহের মন্ডল, মহিমাগঞ্জ ইউপির চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, মহিমাগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম, মহিমাগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান দুলাল, সাবেক সভাপতি দুলা মিয়া, শালমারা ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আইয়ুব হোসেন, রংপুর চিনিকলের কর্মকর্তা, কর্মচারী ও আখচাষী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply