বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
মাগুরা থেকে রক্সী খানঃ মাগুরায় সদর উপজেলার মঘির ঢাল এলাকায় দুটি পরিবহন এবং মাইক্রোবাসের ত্রিমুখি সংঘর্ষে চার জন নিহত এবং অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
দুপুর ২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহি বাস মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের অপর একটি যাত্রিবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছুটে আসা যাত্রীবাহি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ত্রিমুখী এ সংঘর্ষে অন্তত ২০ জন কমবেশি আহত হয়। দূর্ঘটনায় আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে বিকাল সাড়ে ৩টার দিকে মাগুরা ও যশোর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারি দল ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়ে যাওয়া চাকলাদার পরিবহন থেকে নিহত চার জন পুরুষ যাত্রিকে উদ্ধার করে। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারী দলের সূত্র থেকে জানা গেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply