বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
নাটোর (গুরুদাসপুর) থেকে মেহেদী হাসান তানিমঃ— মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিঁজার, জুয়া, চোরাকারবারিদের আতঙ্ক গুরুদাসপুর থানার ওসি মোঃ মোজাহারুল ইসলাম। কেননা এই কর্মকর্তা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে মাদক কারবারীসহ সকল অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওসির এমন অভিযানে মাদক ব্যবসায়ীরা এখন সুস্থ জীবনে। কোন ভাবে খবর আসা মাত্রই তাকে গ্রেপ্তার করছে গুরুদাসপুর থানা পুলিশ। শুধু গ্রেপ্তার নয় মামলা দিয়ে তাদের জেলহাজতে প্রেরণ করা হচ্ছে। এই কর্মকর্তা চলতি বছরের ৭ মার্চ গুরুদাসপুর থানার অফিসার ইনচাজ (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের সাতে মাসের মধ্যে ৬৯টি মাদক মামলা দিয়েছেন এবং ৫২ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়াও কয়েকটি বড় চোরাকারবারি ও অস্ত্রসহ কয়েকজনকে আটক করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।
উপজেলার বিভিন্ন জায়গার কয়েকজন সাবেক মাদক ব্যবসায়ীরা জানান, আগে মাদক ব্যবসা করে সংসার চালিয়েছে। কিন্তু ওসি বিভিন্ন সময় ছদ্দ বেসে তাদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে। জামিনে মুক্ত হয়ে এখন বাড়িতে এসে তারা সবাই সুস্থ জীবনে ফিরেছে। কেউ মাদকের সাথে যুক্ত থাকলে থানা পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দেয়া হচ্ছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাহারুল ইসলাম জানান, নাটোর পুলিশ সুপার স্যারের নির্দেশে প্রতিদিনই মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ সকল অপরাধ মুলক কাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। গুরুদাসপুর উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, জুয়া, ইভটিজারদের কখনও ছাড় দেয়া হয়নি আগামীতেও দেয়া হবে না। অপরাধী যত বড় শক্তিশালিই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম। পুলিশ সুপার স্যারের নির্দেশে একটা সুন্দর মাদক মুক্ত ও অপরাধ মুক্ত গুরুদাসপুর উপহার দিতে চাই। মাদকমুক্ত ও সকল অপরাধ মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply