সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
এস. এম. আশরাফুল ইসলাম জয়ঃ— আধুনিক বিশ্বায়নের যুগে দেশ ও জাতিকে উন্নত বিশ্বের কাতারে পৌছানোর একমাত্র উপায় হলো যোগ্য মানবসম্পদ সৃষ্টি। যোগ্য মানবসম্পদ সৃষ্টির একমাত্র হাতিয়ার হলো উন্নত শিক্ষা ব্যবস্থাপনা। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। প্রাথমিক শিক্ষা হলো উচ্চ ও উন্নত শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি স্বরূপ। শিশুরা যাতে প্রাথমিক শিক্ষার কাঙ্খিত প্রান্তিক যোগ্যতা সমূহ শতভাগ অর্জন করে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পারে এবং যোগ্য নাগরিক হিসেবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সাধন করতে পারে এ লক্ষ্যকে সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার পাইকোশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ সালমা খাতুন। তিনি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস উপস্থাপন করেন। কামারখন্দ উপজেলার এমএমসি অ্যাপস এ প্রতিবেদন দাখিলে ১০ টি ভালোপারফর্মার প্রতিষ্ঠান এর মধ্যে তার বিদ্যালয় প্রথম ও সিরাজগঞ্জ জেলায় প্রাথমিকে প্রথম ও একমাত্র শিক্ষক বাতায়নের সেরাকনটেন্ট নির্মাতা। সিরাজগঞ্জ জেলার অ্যাম্বাসেডর শিক্ষক। শুধু তাই নয় শিক্ষক বাতায়নে সিরাজগঞ্জের প্রথম ও প্রাথমিকের সেরা কটেন্ট নির্মাতা। ইতিমধ্যে শিক্ষক বাতায়নে উদ্ভবনী গল্পের ভিডিও আপলোট করে তাক লাগিয়ে দিয়েছে।
শিক্ষক বাতায়ন সূত্রে জানা যায়, তাদের মোট সদস্য হচ্ছেন ৩ লাখ ৯০ হাজার ৫২৭ জন। শিক্ষক বাতায়নে কনটেন্ট আপলোড করা হয়েছে ১ লক্ষ ৩২ হজার ৬৫টি তার মধ্যে সালমা খাতুন কন্টেন্ট আপলোড করেছেন ৩২টি ২০১৮ সালের শেষের দিকে শিক্ষক বাতায় যোগদান করেন সালমা ।
পাইকোশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী বলেন, সালমা খাতুন বিদ্যালয়ের পাঠদানে ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনায় একজন দক্ষ শিক্ষিকা। প্রতিদিন ২টা করে মাল্টিমিডিয়া ক্লাস নেন। অত্যান্ত দক্ষতার সাথে শ্রেনীতে পাঠদান পরিচালনা করেন। তিনি গত জুন মাসের ৭ তারিখে বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়। সেপ্টেম্বর মাসের ৩ তারিখে শিক্ষক বাতায়নে অ্যাম্বসেডর হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply