বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
মানিকগঞ্জ থেকে আবুবকর সিদ্দিকঃ শুক্রবার মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের গালা গ্রামের এক বিধবা মহিলার ৩০ শতাংশ জমির ধান কেটে দিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। দেশে করোনা ভাইরাসের মহামারীতে বাংলার কৃষক সমাজ যখন শ্রমিক সংকটে চিন্তিত ঠিক সেই সময়ে গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ও মানিকগঞ্জ ২ আসনের সাংসদ কন্ঠ শিল্পী মমতাজ বেগম এমপি’র নির্দেশেনায় এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের অনুপ্রেরণায় হরিরামপুর উপজেলায় গালা ইউনিয়নের এক বিধবা মহিলার ৩০ শতাংশ ক্ষেতের ধান কেটে দেওয়া হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম জানায়, হরিরামপুর উপজেলার গালা গ্রাম থেকে এক বিধবা মহিলা তাকে মুঠোফোনে ফোন দেয় মহিলা জানায় তার জমির পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে তার তেমন কোন লোকজন না থাকায় জমির ধান কাটা তার সম্ভব হচ্ছে না। ঐ জমির ধান দিয়ে তার সারা বছর সংসার চলে। ক্ষেতের ধান না কাঁটতে পারলে সারা বছর মানুষের ধারে ধারে ঘুরতে হবে । এমন সংবাদ পেয়ে সাথে সাথে হরিরামপুর উপজেলা ছাএলীগের নেতাকর্মীরা মিলে বিধবা মহিলার ৩০ শতাং জমির ধান কেঁটে দিয়ে আসি এবং তার হাতে কিছু নগদ অর্থ তুলে দেই।
কৃষকের ধান কাঁটা কর্মসূচির বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাএলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল জানায়, ছাএলীগের উদ্যোগে বিভিন্ন উপজেলায় ছাত্রলীগের নেতা কর্মীরা কৃষকের সাহায্যের জন্য ধান কাটার কাজ করে যাচ্ছে ভবিষ্যতে তা চলমান থাকবে বলে জানায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply