বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
মানিকগঞ্জ (সাটুরিয়া) মোঃ আবুবকর সিদ্দিকঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯ টি ইউনিয়নে আখচাষের বাম্পার ফলন হয়েছে বলে জানা গেছে। গত বছরের তুলনায় অধিক ফলন হওয়ায় ও আখের সঠিক মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
সরেজমিন জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন সাটুরিয়া , বালিয়াটী, ফুকুরহাটি, দড়গ্রাম, দিঘুলিয়া,বরাইদ,হরগজ, তিল্লী, ধানকোড়া, ইউপিতে প্রচুর পরিমাণে আখের বাম্পার ফলন হয়েছে। আখচাষের প্রস্তুতকালে আখের ডগা কেটে র্দীঘ এক মাস হালকা পানিতে রেখে চারা প্রতি বছরের কার্তিক মাসের শুরুতে জমিতে কেল করে আখের চারা রোপণ করেন চাষিরা। নব্য চারা থেকে প্রাপ্ত বয়স পর্যন্ত আখ তৈরিতে ক্ষেতে তিন বারের অধিক পানি সেচ, আগাছা পরিস্কার সহ একাধিক বার রাসায়নিক সার প্রয়োগ সহ বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করতে হয় আখ চাষে । বর্তমানে ব্যাপক খরচ বৃদ্ধি ও কায়িকশ্রম বেশি হওয়াতে আখ চাষ দিন দিন কমার সাথে সাথে চাষিরা ও নিরোৎসাহিত হচ্ছে।
সাটুরিয়া রাধানগর আখ চাষি শহিদুল, চর সাটুরিয়া এলাকার রফিক, জানান আখ চাষে আমরা সরকারি কৃষি ঋণের সহযোগীতা না পাওয়াতে আখের উৎপাদন গত বছরের তুলনায় এ বছর অনেক কম চাষ করেছি সরকারি ঋন ও সহযোগিতা পেলে আখ চাষ বৃদ্ধি হতো । তবে গত বছরের তুলনায় এবার সাটুরিয়া ও ফুকুরহাটি ও দড়গ্রাম ইউপিতে বাটাম খাঘরী, গ্যান্ডারি, বোম্বোই, মিস্লি দানা, ধলী, পঁচাদান, নলসহ বিভিন্ন জাতের আখের প্রচুর ফলন হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানান, এ বছর উপজেলায় ২৫ হেক্ট্রর পরিমাণ জায়গাতে আখ চাষ হয়েছে অন্য বছরের তুলনায় আখ চাষ কম হলে ও এবার আখচাষের ফলন ভাল হয়েছে এবং কৃষকরা নায্য মূল্য পাচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply