বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— মানিকগঞ্জ “সাটুরিয়া উপজেলায় রাজাকারের সন্তান ও আত্মীয়দের আওয়ামী লীগে অনুপ্রবেশ নিয়ে তোলপাড়” শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সংবাদ কর্মীকে মারধরের ঘটনায় উপজেলা সদর সাটুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টুর বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
আরও পড়ুনঃ আশুলিয়ায় ডুকাটি এ্যাপারেলস শ্রমিকদের প্রতীক অনশন
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাটুরিয়া থানার আমলী আদালতে অভিযোগ দায়ের করেছেন “দৈনিক দেশকাল” পত্রিকার সাটুরিয়া উপজেলা সংবাদদাতা আবু বকর সিদ্দিক।
মামলা সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি “দৈনিক দেশকাল” পত্রিকার সারা বাংলার ৩ নম্বর পৃষ্ঠায় ‘‘সাটুরিয়ায় রাজাকারের সন্তান আত্মীয়দের আওয়ামী লীগে অনুপ্রবেশ নিয়ে তোলপাড়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশে মামলার প্রধান আসামি সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টুর নাম অন্তর্ভুক্ত হওয়ার জেরে গত ২ মার্চ সাটুরিয়ার থানার অন্তর্গত ধূল্যা বাসস্ট্যান্ড এলাকায় রাজা মিয়ার দোকানের সামনে ওই সংবাদদাতা আবু বকর সিদ্দিকের (৩০) ওপর চেয়ারম্যানের নির্দেশে হামলা চালায় ধূল্যা গ্রামের রুবেল ও তার সহযোগিতারা। হামলায় তিনি গুরুতর আহত হন ও অজ্ঞাতনামা আসামি তার প্যান্টের পকেটে থাকা দশ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বাদী আত্মরক্ষার জন্য চিৎকার করলে আসামিরা তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থাল ত্যাগ করে। স্থানীয়রা বাদীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃ ভাঙ্গুড়ায় সচেতন সাহিত্য-সংস্কৃতিক পরিষদের আয়োজনে আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন
সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তবে আমি শুনেছি কে বা কারা যেন সাংবাদিকের ওপর হামলা করেছে। এছাড়া আওয়ামী লীগে অনুপ্রবেশে যদি রাজাকারের সন্তান বা আত্মীয়দের কেউ থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান।
আরও পড়ুনঃ বেতাগীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পূর্ব প্রস্তুতিমূলক সভা
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক পারভেজ আহাম্মেদ বাদীর অভিযোগ আমলে নিয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজহার (এফ আই আর) গ্রহণের আদেশ দিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply