শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
পুঠিয়া থেকে আরিফুল হক রুবেলঃ— বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া (কোভিড-১৯) করোনা ভাইরাস বিস্তার রোধে প্রতিদিন সকাল থেকে রাএী পর্যন্ত সাধারণ মানুষকে ঘরে রাখতে ও সচেতনতার মাধ্যমে ঘরে ফেরাতে, জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে, অপ্রয়োজনে ঘুরাফেরা ঠেকাতে, জনসমাগম কমাতে, নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত অন্যান্য দোকান খোলা ও বন্ধ রাখা সহ সরকারি নির্দেশনা জনগনকে মানাতে কঠোর অবস্থানে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা প্রশাসন।
আরও পড়ুনঃ সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনা
সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন জায়গায় জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, হাটবাজার বন্ধ রাখাসহ সবাইকে ঘরে থাকতে সরকারি নির্দেশনা মোতাবেক প্রশাসনের নানামুখী পদক্ষেপ লক্ষ্য করা যায়।
প্রশাসন মাইকিংয়ের মাধমে প্রচারণা চালাচ্ছেন। জরুরি কাজ ছাড়া কেউ যেন অযথা ঘরের বাইরে বের না হন এমনটিই নির্দেশনা দিচ্ছেন তারা। প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন পুঠিয়ায় কর্তব্যরত সাংবাদিকেরা। তারাও প্রশাসনের সাথে ঘর থেকে বের হয়ে আসা সাধারন মানুষদের সচেতন করছেন। পাশাপাশি তারা সচেতনামূলক প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওলিউজ্জামান নেতৃত্বে প্রতিদিন সেনাবাহিনী, পুলিশ ও গ্রাম পুলিশের সহযোগিতায় বানেশ্বর বাজার, শিবপুর হাট, পুঠিয়া সদর, ঝলমলিয়া বাজার, গাওপাড়া ঢালান, ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাসমূহের মোড়ে মোড়ে সার্বক্ষণিক টহল জোরদার রেখেছেন।
পুঠিয়া উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহয়োগিতা করে যাচ্ছেন রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া, রাজশাহী ও সুমন চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী ও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম সহ এসআই, এএসআইগন।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় নিঃসঙ্গতা ও আর্থিক সংকটে এক দিনমুজুরের আত্মহত্যা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওলিউজ্জামান জানান, করোনা ভাইরাসের প্রভাব যাতে অএ এলাকায় না পড়ে সে লক্ষে সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষকে ঘরে রাখার জন্য নানামুখী প্রচার-প্রচারণা সহ ছিন্নমুল অসহায় দরিদ্রের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ অন্যান্য পদক্ষেপ নিলেও বিভিন্ন অজুহাতে মানুষ বাহিরে এসে যত্রতত্র সংঘবদ্ধ হয়ে আড্ডা করছে, যা মোটেও কাম্য নই।
তিনি আরও বলেন, ফোন কল, মেসেজ ও মেসেঞ্জারের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরেজমিনে যাচাইপূর্বক বাড়ি বাড়ি খাদ্য সহায়তা উপহার স্বরুপ প্রেরণ করছি। উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে। আপনারা ঘরে নিরাপদে থাকুন, খাবার পৌছে দেব আমরা। ঘরে নিরাপদে থাকুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply