রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
রাবি (রাজশাহী বিশ্ববিদ্যালয়) থেকে উজ্জ্বল হোসেনঃ— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত দুই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে রাবি প্রশাসন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ডীন্স অ্যাওয়ার্ড পেলেন রাবির ১৩ শিক্ষার্থী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫.১১.২০১৯ তারিখ দিবাগত রাতে শহীদ শামসুজ্জোহা হলের ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম (৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ বিভাগ) এবং হুমায়ন কবির নাহিদ (৩য় বর্ষ, বাংলা বিভাগ)-কে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
আরও পড়ুনঃ বিষয়কোড অন্তর্ভুক্তকরণের দাবিতে আন্দোলনে রাবি আইসিই’র শিক্ষার্থীরা
রোববার দুপুরে শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।
আরও পড়ুনঃ রাবিতে ৪র্থ জাতীয় বিজ্ঞান উৎসব শুরু শনিবার
এর আগে অভিযুক্ত দুই ছাত্রলীগ স্থায়ী কর্মীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১২টায় এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।
স্থায়ী বহিষ্কারের বিষয়ে প্রক্টর বলেন, স্থায়ী বহিষ্কারের জন্য কিছু পর্যায় রয়েছে যেগুলো অতিক্রম না করে সিদ্ধান্তে আসা সম্ভব নয়। মারধরের বিষয় যে তদন্ত কমিটি করা হয়েছে তার রিপোর্ট পাবার পর স্থায়ী বহিষ্কারের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহরাব মিয়াকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগের ঐ দুই কর্মী।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply