বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
নরসিংদী থেকে আনোয়ার হোসেন স্বপনঃ নরসিংদীর জেলার রায়পুরা উপজেলার ডৌকার চর ইউনিয়নের পশ্চিম বাখরনগর গ্রামের প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুল হক ভূঁইয়া ১৫তম স্মরণ সভা পালিত হয়েছে। ২২ জানুয়ারি শুক্রবার বিকালে নিজ গ্রামে সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয়। পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শহীদুল হক ভূঁইয়া।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, গেরিলা মুক্তিযোদ্ধা ও সিনেট সদস্য রঞ্চিত কুমার সাহা, নরসিংদী জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, প্রবীণ শিক্ষক চিত্র রঞ্চন সাহা, নরসিংদী জেলা আন্তঃ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গোরু দাস ডালী, আনোয়ার হোসেন ভূঁইয়া, বিটিভির সাংবাদিক এমদাদুল হক ভূঁইয়া, ইত্তেফাকের সাংবাদিক আনোয়ার হোসেন স্বপন, নরসিংদী টিভির সাংবাদিক ইলিয়াছ হায়দার, দৈনিক আমাদের সময়ের সাংবাদিক মোমেন খান, ইউপি ডৌকার চর চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, ইউপি সদস্য মিজানুর রহমান মাসুদসহ মুক্তিযুদ্ধা, শিক্ষক, ইমাম, পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, আজিজুল হক ভূঁইয়া প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্ট্রিয়ারিং কমিটি অব দ্যা এ্যাকশন কমিটিজ ফর লিবারেশন অব দ্যা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইন ইউকে ১৯৭১-এর আহবায়ক ও জনপ্রিয় সাপ্তাহিক চরমপত্র এবং দৈনিক সুখবরের প্রকাশক ও সম্পাদক।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply