বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম নগরীর পোর্ট কলোনি নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও বন্দর সিবিএ’র সাবেক কার্যকরী সভাপতি শেখ মানিক এর মৃত্যুতে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ লতিফ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি বলেন, মরহুম জীবদ্দশায় অত্যন্ত সাহসিকতার সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে শত্রুমুক্ত করেন। তাঁর মৃত্যুতে দেশ একজন নির্লোভ ও প্রকৃত দেশ প্রেমিককে হারিয়েছে। এম এ লতিফ এমপি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ।
উল্লেখ্য, যশোরে জন্ম গ্রহণকারী শেখ মানিক পটিয়া ১নং সেক্টরে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ০৫ অক্টোবর রাতে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭৭ বছর। বাদ এশা পোর্ট কলোনি ১২নং শহীদ মিনার প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাঁকে বন্দর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply