বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ১৭ই মার্চ। বাংলার মহা নায়কের জন্মভুমি বাংলাদেশ’সহ সারাবিশ্ব শ্রদ্ধার সাথে পালন করতে প্রস্তুত। যদিও নোবেল করোনাভাইরাসের কারনে সব ধরনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। তবে দেশের মহা নায়কের শততম জন্মবার্ষিকী বলে কথা। সারাদেশের ন্যায় বাউফল উপজেলাও সেজেছে রঙিন সাজে। রঙিন আলোতে আলোকিত পুরো উপজেলা শহর। সরেজমিন ঘুরে দেখা য়ায়, রাস্তাঘাট সরকারি ভবন ও আওয়ামীলীগ কার্যালয় (জনতা ভবন) এলাকায় নানা রঙে সজ্জিত। দলীয় কার্যালয় ও প্রধান সড়ক, উপজেলা পরিষদ চত্বর ও থানা ভবন সন্ধ্যা নামার সাথে সাথে নতুন সাজে সজ্জিত হয়। সূর্য ডুবে অন্ধকার নেমে আসার কথা থাকলেও উপজেলা পরিষদ চত্তরে আলোক সজ্জার কাছে সব আধাঁরই হার মানছে।
আরও পড়ুনঃ পোরশায় মুজিব বর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির হোসেন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে করোনাভাইরাসের কারনে সব ধরনের অনুষ্ঠান ছোট্র পরিসওে হবে।
মুজির্র্বষ উদযাপন উপলক্ষ্যে গত কয়েকদিন যাবৎ নিজ নির্বাচনী এলাকা বাউফলে অবস্থান করছেন সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। মুজিববর্ষ সফল করতে একাধিক বার দলীয় নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভা করেছেন তিনি। প্রতিনিয়ত দলীয় কার্যালয়ে নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন তিনি। পরিদর্শন করছেন সাবির্ক পরিস্থিতি। বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ইব্রাহিম ফারুক বলেন- জনকের শততম জন্মদিন বাউফলে মহা-উৎসবে পরিনত হবে। দলীয় নেতাকর্মীদের মনে আনন্দবিরাজ করছে। ভাইরাস আতংকে কিছুটা ছোট পরিসরে অনুষ্ঠান গুলো নেয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিদেশী শিক্ষার্থীদের নিয়ে ইবিতে করোনা সচেতনতামূলক সেমিনার
কাল মঙ্গলবার সেই কাঙ্খিত মহেন্দ্রক্ষন উদযাপনের লক্ষ্যে সরকারের বিধি নিষেধ মেনেই নেওয়া হয়েছে ব্যাপক প্রোগ্রাম। উপজেলা মুজিববর্ষ উদযাপন কমিটির সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুুল মোতালেব হাওলাদার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী বাউফল উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন যথাযথ সম্মানের সহিত পালন করবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply