মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে মানুষের সেবায় শান্তি রক্ষায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যবৃন্দের স্মরনে পুলিশ মেমোরিয়াল -ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে “পুলিশ মেমোরিয়াল ডে- ২০২০” উদযাপন
১ মার্চ রবিবার বেলা ১১টায় পুলিশ লাইন হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখারী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মোঃ শাহজাহান মিয়া (এমপি)। পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন। সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তা,সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ,ট্রাফিক পুলিশ, ডিবি পুলিশ, নৌ-পুলিশ, র্যাব পুলিশ,টুরিষ্ট পুলিশ এবং নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মানুষের সেবায় শান্তি রক্ষায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যবৃন্দের পরিবারের সদস্যদের হাতে পুরস্কার দেয়া হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply