বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালতে নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০ ঘটিকায় মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মেলান্দহ উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীন সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুননেছা, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মালিক শামিম আখতার, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের জেলা সমন্বয়কারী আবুহেনা মোস্তফা, উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম প্রমুখ।
উপজেলার ১১ টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য, মেলান্দহ পৌরসভার মহিলা কাউন্সিলর এবং নারী নেত্রী এ কর্মশালায় অংশ নেয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply