বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ ভারী বর্ষণে জামালপুরের মেলান্দহে চর এলাকা গুলোতে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। যে দিকে চোখ যায় চারিদিকে থৈ-থৈ পানি, কোথায় কোথায় বিভিন্ন গ্রাম দেখে মনে হচ্ছে হাওরে বুকে যেন ভেসে আছে দ্বীপ। উপজেলার চর এলাকার গ্রাম গুলোতে বন্যা কবলিত মানুষের মানবিক বিপর্যয় থেকে রক্ষার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে।
উপজেলার প্রায় প্রত্যেক সড়ক পনিতে ডুবে বসত বাড়িতে পানি প্রবেশ করছে। বসত ঘরে পানি উঠায় অনেকেই গবাদি পশু ও হাস-মুরগী নিয়ে পড়েছেন চরম বিপাকে পড়লেও গত দুই দিন থেকে সূর্যের আলো দেখা দেয়ায় বন্যা পরিস্থিতি স্বভাবিক হচ্ছে না। আবারও বাড়ছে পানি।
উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামিন ও উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান বন্যা শুরুর পর থেকেই বন্যা কবলিত বিভিন্ন গ্রামের বন্যার্থদের পরিদর্শন করে ত্রাণ বিতরণ অব্যহত রেখেছেন। গতকাল উপজেলার ঝাউগড়া ইউনিয়নের লামাপাড়া, আরমগাটি, কাপাশহাটিয়া, দক্ষিন ঝাউগড়া এবং ঘোষেরপাড়া ইউনিয়নের চর ঘোষেরপাড়া, বীর ঘোষেরপাড়া, ছবিলাপুর, আর্মিত্তী, সগুনা গ্রামে তিন শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস মোছাঃ জেসমিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, ঘোষেরপাড়া ইউপি. চেয়ারম্যান মোঃ উবায়দুর রহমান, ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মোঃ আতাউর রহমান আলতাফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান উজ্জল, সাধারণ-সম্পাদক রুবেল হাসান লক্ষী, ঘোষেরপাড়া ইউনিয়ন সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোঃ শফিউল্লাহ, সাংবাদিক দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ ইমরান মাহমুদ প্রমুখ। এছাড়াও ঘোষেরপাড়া ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর প্রত্যেকটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি ডাল, ১কেজি তেল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও এক প্যাকেট লুডুস।
এসময় উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান বলেন, আমরা বানবাসিদের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিচ্ছি। বানবাসি মানুষের পাশে থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্টিলের নৌকা বানানো হয়েছে। আজ প্রথম সেই নৌকা দিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিলাম বন্যার্থদের মাঝে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply