বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
মেহেরপুর থেকে তৌহিদুল ইসলাম তুহিনঃ— বিদ্যাবিনোদ মুন্সী শেখ জমিরুদ্দীন এর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজ সংস্কারক, বহু গ্রন্থেও প্রনেতা, মানবতাবাদী চিন্তা চেতনায় উদ্দীপ্ত মহান মনিষী ও উনবিংশ শতকের শেষ দিকে মুসলিম পূণজাগরণের অন্যতম প্রধা মুন্সী শেখ জমিরুদ্দীনের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিদ্যাবিনোদ মুন্সী শেখ জমিরুদ্দীনের জীবনী নিয়ে “আলোর দিশারী” বিশেষ প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়।
মুন্সী শেখ জমিরুদ্দীন স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট ছড়াকার ও কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গণি, মুজিবনগর সরকারী কলেজের অধ্যাক্ষ (অবঃ) আব্দুল জলিল, বিশেষ অতিথি ছিলেন গবেষক প্রাবন্ধিক ও মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক রবীউল আলম, স্বাগত বক্তব্য রাখেন মুন্সী জমিরুদ্দীন মুক্ত রোভার স্কাউট দলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক এসএম আইনুল, বক্তব্য রাখেন মুন্সী শেখ জমিরুদ্দীন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুর রহমান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply